Thursday, February 20, 2020

দেবব্রত চক্রবর্তী

১৪ই ফেব্রুয়ারী ২০১৯


গোলাপ দেবো
অপেক্ষার এপ্রান্তে আমি!
'ছ'বছর পর বলবো আজ
'ভালোবাসি তোমায়'।
১৪ই ফেব্রুয়ারি ২০১৯
আমার ভ্যালেন্টাইনস ডে;
এক প্রান্তে ভালোবাসার উষ্ণ বাতাস 
অন্য প্রান্তে তোমার ভালোবাসা।

যতক্ষণ গোলাপের কাঁটায় ;
রক্তিম আমার মুষ্টি বদ্ধ হাত ,
ততক্ষণেই দুর সীমান্তে, 
আমার নিথর দেহ ছিন্নভিন্ন।
আমার ভালোবাসা অপ্রকাশিত রইলো 
শহীদ পুলওয়ামা'য়।

ধন্যবাদ

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...