১৪ই ফেব্রুয়ারী ২০১৯
গোলাপ দেবো
অপেক্ষার এপ্রান্তে আমি!
'ছ'বছর পর বলবো আজ
'ভালোবাসি তোমায়'।
১৪ই ফেব্রুয়ারি ২০১৯
আমার ভ্যালেন্টাইনস ডে;
এক প্রান্তে ভালোবাসার উষ্ণ বাতাস
অন্য প্রান্তে তোমার ভালোবাসা।
যতক্ষণ গোলাপের কাঁটায় ;
রক্তিম আমার মুষ্টি বদ্ধ হাত ,
ততক্ষণেই দুর সীমান্তে,
আমার নিথর দেহ ছিন্নভিন্ন।
আমার ভালোবাসা অপ্রকাশিত রইলো
শহীদ পুলওয়ামা'য়।
ধন্যবাদ
No comments:
Post a Comment