স্বপ্নমোহ
আমিও স্বপ্ন বুনতাম
রাত জেগে মিথ্যে মায়ার মিহিন সুতায়
একটু আশ্রয়ের খোঁজে
অপেক্ষায় কাতর হয়ে,
নি:স্তব্ধতায় বেঁধে রেখেছিলাম
তেজোদৃপ্ত বিস্তৃত প্রান্তরে।
চলার পথে স্রোতের টানে
চাতকের সুরেলা কন্ঠে
অজানা বিদঘুট গন্তব্যে
পুন:জীবন দিলে রক্তসিক্ত আধমরাকে!
পুষ্পিত কষ্টের ঝাঁঝালো ঘ্রাণে
স্বচ্ছ কাচের দেয়াল ভেঙে;
ঝাঁপিয়ে পড়ি আবার কল্পিত মেঘে
মিথ্যা মোহের প্রলাপের বুকে।
No comments:
Post a Comment