Thursday, February 20, 2020

সুব্রত দেববর্মা

রাজগন্ধা 

আজ শহরের খুব জ্বর,
সারাদিন বিছানায় শুয়ে শুয়ে
সুনীলের কবিতায় মুখ লুকিয়েছে শহর।

লোহার গ্রিলটা পেরিয়ে উঠোনের 
বড়ো আমগাছটার হালকা দুলন্ত পাতা
জানান দিচ্ছে বসন্তের আগমনী;
তবুও হাল্কা শীত শীত করছে।
আজ শহরের খুব জ্বর।

সদর দরজার বা-দিকের গন্ধরাজ গাছটা,
তুমি বলতে আমাকে,"বাবা সেটা তো রাজগন্ধা"।

মনে পড়ে এক আগমনীর সন্ধ্যায়
তোমার জন্য দুটো ফুল ছিঁড়ে এনে গেঁথেছিলাম
ডাইনিংয়ের ছোট্ট ফুলদানিতে।

পড়ন্ত বিকেলে বিছানায় শুয়ে শুয়ে
এই শহর-এই ঘর জ্বরের উত্তাপ পোহাচ্ছে,
এখন তোমার স্নিগ্ধ জলপট্টিই শেষ ভরসা
এই শহর-এই ঘর এবং এই রাজগন্ধার।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...