Thursday, February 20, 2020

অজয় মিত্র

ছাত্র 

আমরা ছাত্র 
আমরা নতুন ভোর 
আমরা আনবো নতুন ভোর 
করবো জগতের ভালো 
আমরা ছাত্র।

আমরা ছাত্র 
আমরা হলাম প্রবীন গানে 
নবীনের সুর 
করবো সমাজ পরির্বতন 
তা নয়কো বহু দূর 
আমরা ছাত্র।

আমরা ছাত্র 
ঝরাবো রক্ত 
হবো শক্ত 
করবো যুদ্ধ জয় 
আমরা ছাত্র।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...