Thursday, February 20, 2020

সুধীর দাস

পতিতা 


শুভ্র দেহ , নম্র বাক্য, সুনয়নী চোখের ভঙ্গী;
নিশিরাতে নতশিরে দেহ জলাঞ্জলি ।
অগোছালো সংসারের হালের বোঝা,
প্রখর রোদে পুড়ে ছাই পোড়া।
বছর তিনেক পতিহীনা,  ধূলায় লুটায় সুবর্ণ দেহখানা;
সভ্য সমাজের অসভ্য চক্ষু লোলুপ দৃষ্টিতে তাকায় তার বক্ষখানা।
খানিক কালের ব্যবধানে বিশ্বজোড়া আর্তনাদে ;
হস্তমুষ্টিবদ্ধ সূক্ষ অর্থের উপার্জনে ।
বেঁচে থাকো স্বসন্মানে, নয়কো দেহ বিক্রিত উপার্জনে।
বিশ্বজোড়া মানবজাতি,দেব,রাজা কিংবা রাষ্ট্রকূটনীতিবিদ,
 নতশিরিত পদতলে তোমারি।
তাদের শতপুণ্যের ভাগীদার, কর্মশেষে পুণ্য লাভ; 
সৃষ্টির উল্লাসে শূন্যতায় শুরু শেষ  তুমিই কলঙ্কিত ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...