পতিতা
শুভ্র দেহ , নম্র বাক্য, সুনয়নী চোখের ভঙ্গী;
নিশিরাতে নতশিরে দেহ জলাঞ্জলি ।
অগোছালো সংসারের হালের বোঝা,
প্রখর রোদে পুড়ে ছাই পোড়া।
বছর তিনেক পতিহীনা, ধূলায় লুটায় সুবর্ণ দেহখানা;
সভ্য সমাজের অসভ্য চক্ষু লোলুপ দৃষ্টিতে তাকায় তার বক্ষখানা।
খানিক কালের ব্যবধানে বিশ্বজোড়া আর্তনাদে ;
হস্তমুষ্টিবদ্ধ সূক্ষ অর্থের উপার্জনে ।
বেঁচে থাকো স্বসন্মানে, নয়কো দেহ বিক্রিত উপার্জনে।
বিশ্বজোড়া মানবজাতি,দেব,রাজা কিংবা রাষ্ট্রকূটনীতিবিদ,
নতশিরিত পদতলে তোমারি।
তাদের শতপুণ্যের ভাগীদার, কর্মশেষে পুণ্য লাভ;
সৃষ্টির উল্লাসে শূন্যতায় শুরু শেষ তুমিই কলঙ্কিত ।
No comments:
Post a Comment