Thursday, February 20, 2020

দুলাল চক্রবর্তী

অহেতুক

জীবনে চলার পথে
সাথী তো পেয়েছি অনেক।
কিন্তু বন্ধু পেলাম কই!

পূর্ণিমা চাঁদের কলঙ্ককে দেখিনা
দেখি তার উজ্জ্বল রূপ।
রাপালী থালায়
সাজিয়ে রেখেছে বরণডালা।
যেটুকু তোমার চাই
নিয়ে নাও অকাতরে।

সমুদ্র তৃষায় যদি
এক গন্ডুস জলে
গলা ভিজে
তাতে ক্ষতি কী?
হিসাবের খাতাখানি পড়ে থাক,
পূর্ণ হবেনা কোনদিন।
ব্যাকুল মনকে সংযত করে রাখি,
দুঃখে দেবোনা ধরা।
সুখপাখিটাকে খুঁজবোনা আর
দিক-দিগন্তে ফিরি।
আমার জন্য নয় যে এপথ
নিজেরে হারায়ে খুঁজি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...