আশা
অপরাধী র বিলাসিতা আর পকেট ভর্তি টাকার থলি,
নিরপরাধী র বন্দি জীবন আমরা শুধু দেখেই চলি.
কেউ বা কাঁদে মুখ লুকিয়ে অবিশ্বাস্য হাসির আড়ালে,
কেউ বা চলে বুক বাজিয়ে নানা রং এর ঝান্ডা র তলে.
ওই দেখা যায় শিশু র কান্না হাউ মাউ করে কাঁদছে সে,
মা র কাছে নাকি মার খেয়েছে এক মুঠো ভাত চেয়ে.
শাড়ি র আঁচল টা আজ ভিজে গেছে মনের কান্না মুছতে মুছতে.
আর যে কত রঙ্গ দেখবো বিচিত্র এই দুনিয়াতে.
কোল হারা পথের শিশু একটু খাবার খেতে চায়,
আর ধনী ঘরের বড়ো ছেলে খাবো না বলে খাবার ছুড়ে দেয়.
অন্ন্যের কি নাম এর বাহার বাসমতি রাইস দেরাদুন রাইস,
নিরপরাধ মানুষ গুলোর এটাই হয়তো বেস্ট প্রাইজ.
দ্রব্যমূল্য উর্ধমুখী মধ্যবিত্ত এর পকেট ফাঁকা,
আশা রইলো কোনো একদিন ঘুরবে এই রথ এর চাকা..
No comments:
Post a Comment