Thursday, February 20, 2020

অভিজিৎ রায়

বিনম্র মেয়ে

মিষ্টি হাঁসি মুখে লাল শাড়ী পরে গেলে মাতা  বাড়ী।
শত কষ্টের মাঝে তুমিই যে সংসারের মূল কান্ডারী।

যেখানে যাও সেখানে তুমি নিয়ে যাও পুজা দিদিকে।
পুজা দিদিও যে তোমাকে সময় দেয় কাজের ফাঁকে ফাঁকে।।

ছোট থেকে কত কষ্ট করেছ নিজেকে একটা জায়গাতে আনতে।

তাইতো অন্যায় কে সহ্য করতে পারো না কোনো জায়গাতে।

কষ্ট হলেও মেনে নাও এটাই হলো জীবন।

তাইতো এখনো ওর জন্য কাঁদে তোমার মন সারাক্ষণ।


কি বলে বুঝাব তোমায় ছেলেরা অনেকটা এমন।
সে হয়তো বুঝলো না আদও তুমি কেমন।।

বুঝবে ও সেইদিন যেদিন থাকবেনা ওর জীবনে তুমি।
তোমার জন্য ভালো কাউকে দেখে রাখলো হয়তো অন্তর্যামী।

ভুল হলে মাপ করো পারিনা লিখতে।
তোমাদের দেখে বাঁচতে শিখি পারিনা স্মৃতি ভুলতে।

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...