অভিমন্যু
ভাবনার জগৎ ভিন্ন ছিল বলেই
আমার জমিতে শস্য জন্মায়নি
বাগানটা নিজ হাতে সাজিয়েছিলাম বলেই
তছনছ করেছে আক্রোশে ।
গলার শেকলকে স্বর্ণালঙ্কার ভেবে
গলাটা এগিয়ে দিইনি বলেই
হাত পায়ে পরিয়েছে বেড়ি ।
চোখের সামনে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে
বানিয়েছে ওদের সেবাদাসী ।
জং ধরা স্বপ্নের সহচরী হইনি বলে
লেপ্টে দিল কাপুরুষ তকমা ,
গৌরবান্বিত হতে নতজানু হইনি --
হয়েছি অভিমন্যু ।
No comments:
Post a Comment