Thursday, February 20, 2020

বিজন বোস

অভিমন্যু

ভাবনার জগৎ ভিন্ন ছিল বলেই
আমার জমিতে শস্য জন্মায়নি
বাগানটা নিজ হাতে সাজিয়েছিলাম বলেই
তছনছ করেছে আক্রোশে ।
গলার শেকলকে স্বর্ণালঙ্কার ভেবে
গলাটা এগিয়ে দিইনি বলেই 
হাত পায়ে পরিয়েছে বেড়ি ।
চোখের সামনে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে
বানিয়েছে ওদের সেবাদাসী ।
জং ধরা স্বপ্নের সহচরী হইনি বলে
লেপ্টে দিল কাপুরুষ তকমা ,
গৌরবান্বিত হতে নতজানু হইনি --
হয়েছি অভিমন্যু ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...