রূপ
মুখে কেশ লাগে
ঠোঁটে রক্তবর্ন গোলাপের পাপড়ি
আক্ষি কাঁচ সদৃশ্য
কি যেন প্রশ্ন চিহ্ন
চেয়ে থাকে একদৃষ্ট অষ্টপহর অনবরত।
সরৎ এ রক্তের হালকা ছাপ
কৃষ্ণবর্ন ক্লেশ মস্তক থেকে অর্ধমঙ্গ
রূপের যে রামধেনু
মোর মন আবাসে রঙিন করে
রাতের আকাশে মরুজ্যোতি ভেসে উঠে।
রূপে মোমের আবরন
সূরে মধূর বাাঁশি
মুখে হালকা স্মিত
যেন পূর্নিমার রাতে চাঁদ উপস্থিত
যেন মৃদুমন্দ বাতাসের শীতল স্পর্শ
যেন চারিদিকে আনন্দের অনূভুতি।
No comments:
Post a Comment