Friday, April 16, 2021

চন্দন পাল

ভোর

আজও সূর্য উঠে কালাঝারির কোলে,
ডুব দেয় ঐ হাওড়ায়।
জম্পুই থেকে আসা কালবৈশাখী 
সাব্রুম, ঐ সেতুতে আছড়ায়।

চংপ্রেং সুর আর গড়িয়ার নাচন 
মাতাল করে পাহাড় সমতল। 
দেওয়ালী আর চড়ক মেলায় 
পায়ে পা মিলে কত জনডল।

বাংলা ইংরেজি ককবরকে জাগি,
ডাকে অঙ্গনওয়ারী, মহাবিদ্যালয়। 
জিমনাস্টিক, খুখু, লঙটেনিসে লড়ে 
ত্রিপুরার ঐ তনয়া তনয়। 

অফিসে,বাজারে, ছোটাছুটি সবার 
কেহবা চাষ বাসে  ।
ভাত, গোদক আর গোমতীর জলে
ত্রিপুরাবাসী  হাসে । 

যদিও কখনো কালো মেঘ এসে 
দেখায় ভ্রূকুটি, ভাসান।
একদিন হবে চুরমার  জানি
বিবেক আলো বলবান।  

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...