Friday, April 16, 2021

গৌরাঙ্গ রক্ষিত

মনে পড়ে যায় 

মনে পড়ে যায় , 
সেই সব স্মৃতি।
মনে পড়ে যায় ,
সেই হৃদয় ভাঙার গল্প।

মনে পড়ে যায়, 
ফেলে আসা দিনগুলো । 
মনে পড়ে যায় , 
সেই সব কথাগুলো ।

মনে পড়ে যায়, 
আগলে রাখার গল্পগুলো ।
মনে পড়ে যায়, 
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...