Friday, April 16, 2021

গৌরাঙ্গ রক্ষিত

মনে পড়ে যায় 

মনে পড়ে যায় , 
সেই সব স্মৃতি।
মনে পড়ে যায় ,
সেই হৃদয় ভাঙার গল্প।

মনে পড়ে যায়, 
ফেলে আসা দিনগুলো । 
মনে পড়ে যায় , 
সেই সব কথাগুলো ।

মনে পড়ে যায়, 
আগলে রাখার গল্পগুলো ।
মনে পড়ে যায়, 
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...