প্রতিশোধ
সময় কেটেছে দাঁত,
ভালোবাসার শরীরে।
বিষ ছিলো কি তাতে?
ছিলো তো।
মানুষের চেয়ে কম।
মানুষ ভায়া আজব প্রাণী।
এতো বিষ জমিয়েছে ভেতরে,
এতো বিষ বহন করে চলেছে,
এতো এতো বিষ
না কেটে থাকবে কি করে?
বিষের ভেতর জ্বালা থাকে।
ছোবলে ছোবলে সময়কে
কতবার,
খুবলে খেয়েছে মানুষ-ই!
No comments:
Post a Comment