Friday, April 16, 2021

শঙ্খ সেনগুপ্ত

প্রতিশোধ

সময় কেটেছে দাঁত,
ভালোবাসার শরীরে।
বিষ ছিলো কি তাতে?
ছিলো তো।
মানুষের চেয়ে কম।

মানুষ ভায়া আজব প্রাণী।
এতো বিষ জমিয়েছে ভেতরে,
এতো বিষ বহন করে চলেছে,
এতো এতো বিষ

না কেটে থাকবে কি করে?
বিষের ভেতর জ্বালা থাকে।
ছোবলে ছোবলে সময়কে
কতবার,
খুবলে খেয়েছে মানুষ-ই!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...