Friday, April 16, 2021

গোপাল দে

না বলা কিছু কথা
                  
কিছু কথা না বলাই থাক,
সময়ের স্রোতে হয়তো কারো
মুখের পেছনের মুখোশটা বেরিয়ে আসবে,
তবু সব কথা বলতে নেই।
মনে অনেক দ্বিধা, দ্বন্দ্ব, রাগ,
অভিমান আর হতাশা।
নীরবে সয়ে যেতে হবে
কারণ সব কথা বলতে নেই,
বলা যাবে না।
তুমি পুরুষ,তাই হাউ মাউ করে কাঁদতে নেই,
অন‍্যায়ের প্রতিবাদ করতে নেই
আর সব কথা বলতে নেই।
পুঞ্জীভূত ক্ষোভগুলো জমিয়ে রাখো নিজের ভেতর।
ওদের সব কথা নীরবে সয়ে যাও,
বিরোধীতা করতে নেই।
ওরা প্রচারে ব‍্যস্ত তোমাকে নিয়ে
আর তুমি সয়ে যাও নীরব জ্বালাতন।
তবু....
সব কথা বলতে নেই।
বলবে না,চেষ্টাও করবে না।
বললে যে ওরা প্রচারের মাত্রা বাড়িয়ে দেবে।
সয়ে যাও,চেপে যাক যত অব‍্যক্ত অভিমান।
ওষ্ঠাগ্রে এসে পড়বে তোমার সঙ্গে ঘটা
যত বুকফাটা আর্তনাদ,
তবু গলাধঃকরণ করতে হবে।
কারণ সব কথা বলতে নেই।
সাময়িক পরিস্থিতি নিয়ে
হয়তো অনেকে উপহাস করবে,
বিপদে তোমার হাত ছেড়ে দেবে
পাশে থাকা আপন মানুষটিও।
নদীর ওপারে থেকে হয়তো
এপারের যত ঝর ঝঞ্ঝা 
ওরা বুঝবে না।
উল্টো চলবে তোমার উপর
অনাকাঙ্খিত বাক‍্যবাণ।
সয়ে যাও,বলতে নেই।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...