স্বাধীনতা
স্বাধীনতা! শব্দটা শুনতেই যেনো, একটা কাঁপুনি আসে!
স্বাধীনতা স্মরণে আসলে যেনো, অনেকের নাম চোখের পাতায় ভাসে।
মনে পড়ে যায় সেই, "রাঙ্গা কাকার" কথা।
তবুও যেনো বুকে জমে আছে, হাজারো দুঃখ ব্যাথা!
এই স্বাধীনতার জন্যে হাজারও নারী পুরুষ, করেছে আত্মবলিদান।
আজ হৃদয় সভায় গাইতে চাই শুধু, তাঁদের বিজয়ী গান।
সংগ্রামীরা তাজা রক্তের বিনিময়ে, এনেছে স্বাধীন পতাকা!
তবুও যেনো মনে প্রশ্ন জাগে, আমরা কি পেয়েছি প্রকৃত স্বাধীনতা???
No comments:
Post a Comment