Friday, April 16, 2021

জয়দেব দেব

আবার আসবে

যদি সন্ধ্যা হয় ভোরের পানে, 
একটু চোখ রেখো,
যদি দুঃখ হয় আজকের কালে,
সুখের আশায় থেকো

যেমন কালো আকাশ নয়তো মানে
সূর্য গেল চলে,
তেমনি আজকের দিন আবছা শুধু
ধূয়ে যাবে কালে।

যেমন আঁধার ছাড়া আলোর
নেইকো কোন দাম,
তেমনি সুখ-দুঃখ দুটুই মোদের
ঈশ্বরের-ই-দান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...