Friday, April 16, 2021

বিটু মজুমদার

নারী ক্ষমতায়ন

নারী তবু পায়নি আজও সমানাধিকার ,
নারী কেন পাত্ না আজো মানবাধিকার?
একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম,
এক সমাজে বসত তবু পাইলো সুনাম।

চলা ফেরায় পোষাক পরায় পায় নি স্বাধীনতা,
সব স্তরে নারীর পরে চলছে অধীনতা।
একই মায়ের গর্ভে থেকেও সর্বথা বঞ্চিত,
স্থাবর ও অস্থাবরে ভাই করে সঞ্চিত।

বিয়ের পরে স্বামীর ঘরে যৌতুকের হয় বলি,
জনম জনম নেই কো শরম আসছে প্রথা চলি।
প্রাণহানী আর মানহানীতে পায় না সে সুবিচার,
পুরুষতান্ত্রিক এই সমাজে এতই অত্যাচার।

ক্ষমতায়ন হচ্ছে নারী কিন্তু অসহায়,
মান সম্মান নিয়ে নারী পাচ্ছে না অসহায়।
ইচ্ছা করে পুরুষ তারে করে নির্যাতন,
তাহলে আজ এই সমাজে কিসের বিবর্তন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...