সবুজ শ্যামল জোয়ার ভাটায়,
মৃদু হাসি তোমার পানের বাটায়।
সাগর সঙ্গমে তুমি ,
ঢেউয়ে তুমি সমুদ্রস্নানে তুমি,
কৃষ্ণ চূড়ায় সংলাপে তুমি ,
শিউলি ফুলের পাপড়ির আবডালে লুকিয়ে আছ তুমি,
শরতের আকাশে বাতাসে ভেসে আছো সেই তুমি
কৃষানীর স্বস্থিসুখে, ধানের গোলায় তুমি,
রোদের সোনালী আলোর ঝিলিক তুমি,
গায়ের নিঝুম মাঠে গোধূলি প্রভা তুমি,
বক পাখি উড়ানি ভাদ্রে তুমি,
উদাসী মেঘের ভেলায় ভেসে নীল দিগন্তে তুমি,
তুমি আমার তুমি আমার,
হৃদয়ে বেঁধে ছিলে নীড় হারা পাখি তুমি
সুবর্না তুমি বেঁধে ছিলে কল্পনার সেতু বন্ধন
তোমার রুপের মহিমা তুমি
তোমার রুপের নাই গো শেষ।
No comments:
Post a Comment