Friday, April 16, 2021

পূজা মজুমদার

অর্ধনগ্ন

নারী কিসে ধর্ষণ হয়
হে বঙ্গবাসী,
পশ্চিমা নারী তো ধর্ষণ হয় না
নগ্নতা যে তাদের শশী।

ওগো 
বঙ্গনারী!
তা বলে কি তুমি 
অর্ধ নগ্নতার নারী?

যা দেখে হচ্ছে মোর 

রাগের হাসি!

হে বঙ্গ নারী,

নগ্ন হলে সতীত্ব পাবে!
তা বলে আজ দেখাও
তুমি স্তন
অর্ধ খয়েরী?

সাথে খোলা কেশ
ভাবছো    লাগছে
তোমায় বেশ!

হে বঙ্গনারী!

অর্ধ নগ্নতার স্ফুলিঙ্গে
জ্বালিয়ে দাও পুরুষের নেত্র!
নগ্ন হয়ে চললেও পুরুষ
যেন পায় না ছুঁইবার ক্ষেত্র।

নগ্ন! নগ্ন! নগ্ন!
হে নারী প্রত্যেক পুরুষের
রন্ধে রন্ধে পৌঁছে দিলে 
নগ্নতার ঘ্রাণ!
পুরুষ পুরুষে থাকবে না যে আর
থাকবে  এবার
হিংস্র যৌনতার শান!

ভাবছো ......
তুমি অনন্যা!  তুমি শ্রেষ্ঠ!

তবে......
বলে রাখি আজ তুমি হারিয়েছো তোমার নারীত্ব।
তোমার আসল অস্তিত্ব।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...