Friday, April 16, 2021

চিত্তরঞ্জন দেবনাথ

পয়লা বৈশাখ 

ছাপোষা প্রান্তিক কিছু মানুষ হস্তশিল্প জানে, সুখ বানায়
মেলায় বেচে দেয় চোখ, নাক, মুখ আঁকা ছোট ছোট কাগজের সুখ   
ধবধবে সরল মনই ওদের একমাত্র সম্বল 
আমি ওদের কাছে এরকম সরলতা চেয়ে নিই 
সেটা মিশিয়ে চিঠির শেষে তোমাকে ছোট্ট লিখে দিই
ইতি তোমার ভালোবাসা 

ওসব মানুষের নড়বড়ে ঘর, পোষা বেড়াল আর নুন পান্তা নিয়ে ভাস্কর্য গাইছি, ছেনিতে আমার সুখ কাটছি, সে সুখের রুহু থেকে লাফিয়ে উঠেছে জ্যান্ত এক শোলমাছ। মাছটার সুস্বাদু ঝোল দিয়ে প্রান্তিক অভাবী মানুষদের জন্য গড়ব ছোট্টমতো পয়লা বৈশাখ।

তুমি এসো কিন্তু 
ওদের পাড়ায়

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...