Friday, April 16, 2021

রণিতা নাথ

চোখে জলসাগর

নিয়মের বাঁধাছক ভেঙে  
করেছিলে প্রণাম,

সাধারণের ধরা ছোঁয়ার বাইরে
অবাধ বিচরণ 
প্রতিটা মুহূর্ত শিখিয়েছিলো
দৃশ্য জীবন ছন্দের বাইরেও 
কিছু আছে 
চির শান্তির
যা চির স্তব্ধতার 
অনুভূতিতে বিলীন।
 
সেই চোখ দিয়েই
আমি দেখেছি 
পৃথিবীকে,
মানুষের ভেতর কতোটা অমানুষ লুকিয়ে থাকে
আবার পাগলের ভেতরও 
জেগে থাকে মানুষ।

শেষ ঠিকানার আশ্রয়ে চোখ রেখেই
চলছিলো সময়ের চাকা,

অথচ
বেলা শেষের আগেই বাঁধাছকের গেরাকল
দিশেহারা পথ
কোনো দিশা দেখতে না পেয়ে 
আপোষ মেনে নেয় 
ভাঙ্গা গড়ার আমরণ পণ।

দিন ফুরালেও 
চোখে জলসাগর
জেগে থাকে ছোট্ট ভাবনার ঘর।
দুটি প্রাণ
শুনতে পায় হৃদয়ের কথা
আসমুদ্রব্যাপী শান্তির দীর্ঘপথ ছেয়ে থাকে সমুখে... 

সবকিছু মেনে নেওয়া কঠিন হলেও 
সামনের পায়ের সাথে পেছনের পা কেও 
তুলতে হয়
পায়ে পায়ে লেগে থাকে হাজার স্বপ্ন...

সবটাই প্রয়োজন 
উত্তর খোঁজে যখন
তখন, অপেক্ষায় হৃদয়ের কথা
ক্লান্ত হতে হতে হারিয়ে যায় 
মেঘের ঠিকানায়।

অবশেষে
সময়ের কাটা 
কেবল দৌড়তে থাকে 

অভিনয় আর পালা বদলের চেষ্টায়
জীবনের খোঁজ  

স্তবের যাঁতাকলে পিষে যায় সব...

তবুও হৃদয় জুড়ে থাকে 
চেনামুখ,চেনাহাসি
আর
প্রিয়নাম। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...