পান্ডুলিপি
ছোট্ট একটা ঘর -ছনের ছাউনি
বাইরে দুরন্ত বাতাস ।
অবিশ্রাম বৃষ্টিপাত
ডোবাটা উঠেছে ভরে ,
জল উপচিয়ে পড়বে।
কে যেন ভিজে এল ,
শাড়ী তার কবে লাল ছিল
এখন রং পাল্টে গেছে ।
শ্রাবন বেলার জলধারায়
হাঁসুগুলি খুশী।
ভিজে কাপড়ে যে এলো- হাঁপাচ্ছে !
আকাশে কালো মেঘের ছটা
ঘন ঘন বিদ্যুৎ চমকায় ;
দূরে তালগাছ কিংবা সুপারী,
বজে মৃত্যুর প্রহর গোনে।
ছোট্ট একটা ঘর
বাঁশের বেড়া ।
শীতের কনকনে বাতাস ,
রাতের অন্ধকারকে আরো তীব্র করে ।
একটা কাঠের ধুনি ঘরে
ধোঁয়া ছাড়লেও ,
ঘরটাকে উষ্ণ করে তোলে ।
হাত পা গরম করে শুয়ে পড়ি ,
সকালে সূর্যের তাপে ঘুম ভাঙ্গে ।
হাজার বছরের এই ছবি ,
আমি বহন করে চলেছি ।
পান্ডুলিপি আগুনের তাপে তপ্ত হয় ,
প্রকাশকের বিষন্ন দৃষ্টির আড়ালে ।
No comments:
Post a Comment