Friday, April 16, 2021

রঞ্জিত দে

পান্ডুলিপি 
               
ছোট্ট একটা ঘর -ছনের ছাউনি 
বাইরে দুরন্ত বাতাস ।
অবিশ্রাম বৃষ্টিপাত 
ডোবাটা উঠেছে ভরে ,
জল উপচিয়ে পড়বে।

কে যেন ভিজে এল ,
শাড়ী তার কবে লাল ছিল
এখন রং পাল্টে গেছে ।
শ্রাবন বেলার জলধারায় 
হাঁসুগুলি খুশী।
ভিজে কাপড়ে যে এলো-  হাঁপাচ্ছে !
আকাশে কালো মেঘের ছটা
ঘন ঘন বিদ্যুৎ চমকায় ;
দূরে তালগাছ কিংবা সুপারী,
বজে মৃত্যুর প্রহর গোনে।

ছোট্ট একটা ঘর 
বাঁশের বেড়া ।
শীতের কনকনে বাতাস ,
রাতের অন্ধকারকে আরো তীব্র করে ।
একটা কাঠের ধুনি ঘরে 
ধোঁয়া ছাড়লেও ,
ঘরটাকে উষ্ণ করে তোলে ।
হাত পা গরম করে শুয়ে পড়ি ,
সকালে সূর্যের তাপে ঘুম ভাঙ্গে ।
হাজার বছরের এই ছবি ,
আমি বহন করে চলেছি ।
পান্ডুলিপি আগুনের তাপে তপ্ত হয় ,
প্রকাশকের বিষন্ন দৃষ্টির আড়ালে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...