Friday, April 16, 2021

অণির্বাণ দেবনাথ

কোভিড১৯ 

করোনা ভাইরাস
যাকে নিয়ে মানুষ খুব সিরিয়াস।
মানতে হবে 'লকডাউন'
নাহলে তোমার জীবন হয়ে যাবে দুঃখের গোডাউন।
মুখে দিতে হবে মাস্ক
না হলে পুলিশ দেবে কঠিন টাস্ক।
কোনো জিনিস ধরার আগে ভাবতে হোবে অনেকবার।
না হলে ভাইরাস তোমাকে করে দেবে ছারখার:-
খাবার আগে হাত ধুতে হবে ২০ সেকেন্ড সময় নিয়ে।
নাহলে ভাইরাস শরীরে ঢুকে যাবে নির্ভয়ে।
মানুষের সঙ্গে দুরত্ব বজায় রেখে কথা বলতে হবে.....
নাহলে অমান্য করা হবে প্রানমন্ত্রীর উপদেশ কে ।
ঠাণ্ডা জিনিস খেও না ! খেলে হতে পারে করোনা।
এটাই আমাদের প্রার্থনা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...