কবিতা কবিতায় প্রেম বিচ্ছেদের কথা বলতে বলতে উঠে এসেছে এসবও। কুর্ণিশ তাঁদের কলমকে। যা চৈতন্য হয়েছে, তা এ কারণেই হয়েছে। নববর্ষটির বাঙালিয়ানাও বিপদের। পরিস্থিতিও আতঙ্কের। এ কঠিন দিনে টিকে থাকা ও টিকিয়ে রাখার আহবান করি।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা
No comments:
Post a Comment