Friday, April 16, 2021

সম্পাদকীয়

তুমুল অনটনের দিনে পেটভরা ভাতের স্বপ্নে রাস্তায় মরে যাওয়া অনাহারীর রক্তের হিমোগ্লোবিন মাপার যন্ত্রটির লজ্জা নেই। কান্ডজ্ঞানহীন যন্ত্রাংশের উপর ভিত্তি করে বিজ্ঞানের যে কলঙ্ক আমরা তৈরি করছি এটাই আমাদের জন্য এক অভিশাপ।

কবিতা কবিতায় প্রেম বিচ্ছেদের কথা বলতে বলতে উঠে এসেছে এসবও। কুর্ণিশ তাঁদের কলমকে। যা চৈতন্য হয়েছে, তা এ কারণেই হয়েছে। নববর্ষটির বাঙালিয়ানাও বিপদের। পরিস্থিতিও আতঙ্কের। এ কঠিন দিনে টিকে থাকা ও টিকিয়ে রাখার আহবান করি।


                                 শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                                      জয় দেবনাথ
                                         সম্পাদক
                                   মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...