Friday, April 16, 2021

অনামিকা দাস

প্রাণ মাঝি

আমি হব তরি,তুমি হবে আমার মাঝি
তোমায় নিয়ে দূর সাগরে দেবো আমি পাড়ি।
তোমার মৃদু গানের সুরে
ভেসে যাবো অনেক দূরে। 
তোমার গানের ছন্দের খেলা 
গাঁথবো আমি খোঁপায় মালা। 
তুফান যখন আসবে বেয়ে 
সামলে নিও আমায় ভালোবেসে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...