বিভেদ রেখা
মানুষেতে বিভেদ রেখা
কভু কাম্য নয় ।
সমাজ মাঝে দেখি তার
ফল বিষময় ।
সত্যি যদি বিভেদ রেখা
চাই মুছিবারে ।
তবে নিজ নিজ পশুত্বকে
খুঁজি বারে বারে ।
আপাতত ভুলে গিয়ে
যতো ঠেলাঠেলি।
নিচতা আর পশুত্বকে
আগে মেরে ফেলি ।
মনুষ্যত্বের বিকাশ যখন
চুরি করে নেয়,
অমানবিক ঘটনা সব
হাত বাড়িয়ে দেয় ।
যার যা ধর্ম হোক
তাতে ক্ষতি কি ?
মানব ধর্ম মানছি কি না
সেটা বুঝে নিই ।
যে সমাজে যে অনাচার
যে ভাবেই বা ঘটুক ।
ওই সমাজের গুনীজনরা
আগে গর্জে উঠুক ।
অত্যাচারে শেষ হচ্ছে
একটা শ্রেণী যেন ।
অপর শ্রেণীর প্রাজ্ঞবৃন্দ
নিঝুম নীরব কেন ?
এই যদি চিত্র তবে
অশুভের জয় ।
ঠারেঠোরে আঙ্গুল তোলা
কাজের কথা নয় ।
হেন সূত্রে কবি আমি
কি লাভ আমায় বলো ।
যশোমাঝে ডুবে গেলেও
সমাজের কি হলো ?
এই না ভেবে পরাণ আমার
বিলাপ করে যায় ।
দৈত্য-দানব শূণ্য সমাজ
কবে দেখবো হায় ।
No comments:
Post a Comment