অনাথ শিশু
বাবু আমি অনাথ শিশু
পাই যেটা সেটাই খাই
ঢলঢলে ছেড়া জামা তেই
সারা শহর ঘুরে বেড়ায়
হাত পাতি, ক্ষুধার যন্ত্রণায়
কারণ নেইকো বাবু আমার
অট্টালিকা ঘর
এই রং বেরঙের দুনিয়ায়।
দামি সিগারেটের ধোঁয়ায় ,,,
করছো বাবু পয়সার লুটপাট
কিন্ত আমরা বাবু হাত পাতলেই বলছো 'চল হাট'
ভাতের বদলে কাজ
এই যে আজ সমাজের সাজ
তবু ও বাবু করছ প্রতিনিয়ত অবহেলা
টাকা তে যে বানিয়েছ হোলির মেলা
হোলিতে গায়ের রং বদলালেও বাবু
এ রঙিন দুনিয়ায়
আজ আর নেই তাই রঙের মেলা
No comments:
Post a Comment