Friday, April 16, 2021

বর্ষা দে

অনাথ শিশু

বাবু আমি অনাথ শিশু
পাই যেটা সেটাই খাই
ঢলঢলে ছেড়া জামা তেই 
সারা শহর ঘুরে বেড়ায়
 হাত পাতি, ক্ষুধার যন্ত্রণায়
কারণ নেইকো বাবু আমার 
অট্টালিকা ঘর
এই রং বেরঙের দুনিয়ায়।
দামি সিগারেটের ধোঁয়ায় ,,,
করছো বাবু পয়সার লুটপাট
কিন্ত আমরা বাবু হাত পাতলেই বলছো 'চল হাট'
ভাতের বদলে কাজ
এই যে আজ সমাজের সাজ
তবু ও বাবু করছ প্রতিনিয়ত অবহেলা
টাকা তে যে বানিয়েছ হোলির মেলা
হোলিতে গায়ের রং বদলালেও বাবু
এ রঙিন দুনিয়ায়
আজ আর নেই তাই রঙের মেলা

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...