Friday, April 16, 2021

সুপর্না কর

বিদায়

বেলাশেষে সকলকেই যেতে হবে
এই বিশ্বসংসার ছেড়ে।
তাদেরও যে যেতে হবে,
যারা আজ‌ও সম্পত্তি নিয়ে লড়ে।

চারিদিকে শুধুই ঝগড়াঝাঁটি   
আর হচ্ছে কত অন্যায়!
বৃথাই এই হানাহানি
বেলাশেষে সবাইকেই নিতে হবে বিদায়।

মানবজীবনের কখন কি হবে
নেই যে কোনো বিশ্বাস?
ধনদৌলত‌ই‌ থাকবে পড়ে
শুধু থাকবেনা তার নিঃশ্বাস।

জাতপাত আর ধর্ম নিয়ে
করছে যারা লড়াই।
মহাবিশ্বের এই মায়াজাল থেকে
তাদেরও নিতে হবে চিরবিদায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...