বিদায়
বেলাশেষে সকলকেই যেতে হবে
এই বিশ্বসংসার ছেড়ে।
তাদেরও যে যেতে হবে,
যারা আজও সম্পত্তি নিয়ে লড়ে।
চারিদিকে শুধুই ঝগড়াঝাঁটি
আর হচ্ছে কত অন্যায়!
বৃথাই এই হানাহানি
বেলাশেষে সবাইকেই নিতে হবে বিদায়।
মানবজীবনের কখন কি হবে
নেই যে কোনো বিশ্বাস?
ধনদৌলতই থাকবে পড়ে
শুধু থাকবেনা তার নিঃশ্বাস।
জাতপাত আর ধর্ম নিয়ে
করছে যারা লড়াই।
মহাবিশ্বের এই মায়াজাল থেকে
তাদেরও নিতে হবে চিরবিদায়।
No comments:
Post a Comment