Friday, April 16, 2021

সঞ্জয় দত্ত

ভয়ংকর

আমি বুঝতে চাইনি তখন!
ভেবেছিলাম শেষ হয়েও ফিরে আসা হবে।
নশ্বরতা আমার কিছুই করার যোগ্য নয়,
যেখানে স্রষ্টা আমাকে নতুন রুপে প্রেরণ করেছেন।
অধিনস্ত বিশ্ব আমার,
আমি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে লাগলাম।
সংশোধিত হতে লাগলো অজ্ঞাত ভাবনারা।
কিন্তু ভাবনারাও একদিন মুছে যাবে,
যখন অন্ধকার হবে আমার দৃষ্টি!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...