Friday, April 16, 2021

প্রসেনজিৎ দে

চিঠি

ওর চিঠি আর আসে না এখন,
কিছু আদভাঙ্গা শব্দ ভেসে আসে কানের পর্দায়।
ডাক পিওনের বেলের শব্দ শোনা যায়, 
আজও কোনো চিঠি আসেনি। 

প্রতীক্ষারা দিন গোনে যায় একান্তে,
মাসের পর মাস পাড়ি দেয় বছরে,
পোশাক বদলের মতো গাছেদের পাতা বদলায়, 
এখনো চিঠি আসেনি। 

হয়তো ওর কথারাও চাপা পড়ে আছে।
ডাকে পড়ে থাকা কিছু চিঠির মতো।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...