চিঠি
ওর চিঠি আর আসে না এখন,
কিছু আদভাঙ্গা শব্দ ভেসে আসে কানের পর্দায়।
ডাক পিওনের বেলের শব্দ শোনা যায়,
আজও কোনো চিঠি আসেনি।
প্রতীক্ষারা দিন গোনে যায় একান্তে,
মাসের পর মাস পাড়ি দেয় বছরে,
পোশাক বদলের মতো গাছেদের পাতা বদলায়,
এখনো চিঠি আসেনি।
হয়তো ওর কথারাও চাপা পড়ে আছে।
ডাকে পড়ে থাকা কিছু চিঠির মতো।।
No comments:
Post a Comment