বসন্তের ঝরাবয়স
চার পক্ষে ঋতু রাজ বসন্ত
পলাশ, উদাল আর কচিপাতা আঁকা।
শিল্পীর কবিতায় সেজেছিল যৌবনে,
মন আবীরে সাতরঙ মাখা।
বয়সের ভারে কড়ানাড়া গ্রীষ্ম
উড়ায় বালি, খেলা করে বাতাসে।
নিশ্চুপ কবি দেখে চৈতের চরকে,
শেষ বিদায় বুঝি, তপ্ত আবহে!
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment