বসন্ত কথা রাখে নি
কথা ছিল,
কথা ছিল যখন রাঙা পলাশে আগুন লাগবে
তখন আমার জীবনেও বসন্ত আসবে।
আজ আকাশে বাতাসে মাতাল বসন্ত
পাথরেও নাকি প্রেম সঞ্চার করে।
আমার হাতে একটিও গোলাপ নেই,ক্ষত বিক্ষত হাত,
তাই গোলাপ ছুঁইতে পারি নি।
চারিদিকে আজিকে দুয়ার দিয়েছে খোলে
তরুণ তরুণী মেতেছে প্রনয়ের বহ্নিজালে।
তারা চির চঞ্চল চির যৌবন,
নির্মমতার শিকল ভেঙ্গে করেছে ভালোবাসার জয়।
আর আমি!
রঙের বসন্ত দেখিনি, চোখ দুটো অসহায়
বসন্তের পথ চেয়ে চেয়ে, শুষ্কতাই আজ সহায়।
চাতক পাখির মত জল চেয়ে বেড়াই
ভরা মেঘের আড়ালে কখনো কখনো হারিয়ে যাই।
কত শরৎ হেমন্ত এলো,এলো দিবস-রজনী
সে আসবে বলেও আসেনি,
বসন্ত কথা রাখেনি।
No comments:
Post a Comment