বিশুদ্ধ ভালোবাসার তরী ভাসে,
ক্ষুধার্ত মরুভূমি মৃদু হাসে;
তোমার কাজল চোখে।
তুমি আছো সযতনে হৃদয়ের অন্তঃস্থলে।
প্রতিনিয়তই হারিয়ে যাই-
তোমার মায়াবী কাজল চোখে।
তব মেঘ কালো কুন্তল আর সুশ্রী মুখমণ্ডল,
পূর্ণরূপ পায় যখন চোখে থাকে কাজল।
তোমার এই কাজল চোখের মায়ায়,
রজনী গন্ধা তার নিজস্বতা হারায়।
পূর্ণিমা চাঁদও যেন জ্বলে পুড়ে মরে,
তোমার মায়াবী কাজল চোখের তরে।
No comments:
Post a Comment