Friday, April 16, 2021

বিন্দিয়া বর্মন

বৈশাখী হাওয়া

আজিকে ধরা নব তুলিতে আঁকা ,

কালবৈশাখী ঝড় মেঘেতে ঢাকা ।

চৈত্র শেষে তীব্র ক্ষরা ,

বৈশাখে আসে বাদল ধারা ।

তপ্ত ভূতলে বৃষ্টির ছোঁয়া ,

সুগন্ধিত আজ মৃত্তিকা হাওয়া ।

প্রভাতে সকলে স্নান সারিল ,

গৃহে গৃহে শাঁখ বাজিয়া উঠিল ;

নতুন বর্ষ , নতুন স্বপ্ন ,

নব পরিধান নতুন বর্ণ ।

হরিদ্বর্ণ তৃণ , গিরি শ্যামলা ,

জমজমাটে আজ বৈশাখী মেলা ।

নব দিগন্ত নতুন সূচনা ,

সৃষ্টি কর্তার মায়ার রচনা ।

অভূতপূর্ব এক আভাস এলো ,

নব বর্ষ সবার কাটুক ভালো ।।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...