Friday, April 16, 2021

শ্রীমান দাস

জীবযান

স্টিয়ারিং ঘুরিয়ে নিলে
সোজা থাকে না অভিমুখ।

পথ বদলায় সন্মুখভাগ,
ধীরে ধীরে গোটা শরীর....

লাল, সবুজ দাঁড়িয়ে সটান ,
মিছিল অবরোধ আরও কতো কি ....
তবু গন্তব্যে পৌঁছায় যে যার মতো।

এভাবেই পথ বদলায় কতো জীবযান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...