ধর্ম হোক বা রাজনীতি
হোক রাষ্ট্র কিংবা প্রেম
সত্যেকে তুলে ধরতে কলম
বদ্ধ পরিকর ।
কেন বাঁধেন এ কলমকে
নানা অজুহাতে
কেন গ্রহণযোগ্যতা হারাবে লেখা?
সত্য তুলে ধরতে ।
কলম চলে আপন বেগে
দেশ দেশান্তে কালে
সমাজের অভিমুখ বদলে দেয়
আপন প্রতিভাবলে ।
তবে কেন এমন শর্তে বাঁধেন
প্রকাশক সম্পাদক
সত্য তুলে ধরতে কলম
বদ্ধ পরিকর ।
সভ্যতার ইতিহাস জানে
সাহিত্য সমাজের দর্পন,
এ দেশে বুঝিয়েছিলেন নজরুল
সে দেশে নাসরিন ।
No comments:
Post a Comment