Saturday, September 21, 2019

মুকিম মাহমুদ মুকিত

প্রান্তিক বর্ষা 

দূরের বিলে বর্ষার জমা জলে, 

মেঘ ছায়া পড়েছে ডুবে ভাসা গুল্ম তলে। 
এপার হতে শোনা যায় মেঘের গম্ভীর ডামাডোল, 

ভারী শ্রাবণী নামবে তারি বাজছে ঢোল।
কালোছায়া জমে আসে ঘোলা জল জুড়ে, 
শংকিত বকগুলো ছোটে দল ছেড়ে। 
হংসী রাণী হারায় তার চেনা রাজত্ব, 
ছুটে চলে পথ চেনা অচেনা সমস্ত। 
পাটের জাগে কচুরিপানার প্রান্তে, 
শালিকের দল আসর জমায়েছে দিনান্তে।
মৃদু বাতাস তোলে ঢেউ নবযৌবনা বর্ষা জলে,
তারি দোলা এসে লাগে এ পারের স্থলে। 
সেদিকে কেবলি সীমাহীন দৃষ্টি ফেলে জেলে,
জলে তার নববাসরের সম্ভাবনা বুঝি মেলে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...