Monday, September 16, 2019

সুব্রত দেববর্মা

পাঁচ-দিনের অপ্রেম 


যখন সন্ধ্যা নেমে আসে মহাকাশ থেকে,

নিজেকে ক্যেমন শ্মশানের পাশে 

ডোমেদের ঘরের মতন মনে হয় ।

যেখানে কেউ ভেতর থেকে দরজা খোলেনা,

যেখানে কেউ প্রেম দিতে চায়না কিন্তু নেয়

শুধুমাত্র লোকে এখানে জিরোতে আসে ।

এবারের অতিথীর ঋণ আরো ছোট্ট,

মোটে পাঁচ দিনের অপ্রেম আমার ।

গৃহদেবতার আসন সাজিয়ে দিয়েছিলাম

কিন্তু তুমি নিত্য পুজোটুকো করে নিয়েছ বিদায় ।

কাঠখড় পুড়িয়ে যখন যজ্ঞের ধোঁয়া অতিঘন

আমি তখন দুহাত দিয়ে ঢাকতে, ধরেছি গেলাস ।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...