পাঁচ-দিনের অপ্রেম
যখন সন্ধ্যা নেমে আসে মহাকাশ থেকে,
নিজেকে ক্যেমন শ্মশানের পাশে
ডোমেদের ঘরের মতন মনে হয় ।
যেখানে কেউ ভেতর থেকে দরজা খোলেনা,
যেখানে কেউ প্রেম দিতে চায়না কিন্তু নেয়
শুধুমাত্র লোকে এখানে জিরোতে আসে ।
এবারের অতিথীর ঋণ আরো ছোট্ট,
মোটে পাঁচ দিনের অপ্রেম আমার ।
গৃহদেবতার আসন সাজিয়ে দিয়েছিলাম
কিন্তু তুমি নিত্য পুজোটুকো করে নিয়েছ বিদায় ।
কাঠখড় পুড়িয়ে যখন যজ্ঞের ধোঁয়া অতিঘন
আমি তখন দুহাত দিয়ে ঢাকতে, ধরেছি গেলাস ।
No comments:
Post a Comment