Saturday, September 21, 2019

সত্যরঞ্জন দে

স্বাধীনতা 

তুমি  কি পেরেছ ,বলি প্রদত্ত 

বীর সন্ততির স্বপ্ন সাকার করতে?

দিয়েছেতো ঢের  জীবন, 

কিন্তু  স্বর্গ যাত্রীর উপচে ভিড়ে, বৈতরণীতেই সলিল সমাধি !

এখনো তুমার পথে পথে ,ভিক্ষুকের ভিড় 

ধর্মযোগীর লালসায় ,বিবস্র মা-ঝি 

কর্মযোগীর রক্তে ,সিক্ত তুমার দেহ 

ধর্ম-বর্ণের বেড়া জালে তুমি আবদ্ধ !

অদ্ভূত এক অন্ধকার , তুমার আকাশে 

চন্দ্র সূর্য্যের আলোয়, কিছুই দেখা যায় না

মানুষ শঙ্কায়   ঘুরপাঁক খাচ্ছে 

এখন আলেয়ার আলোই ,একমাত্র ভরসা !

স্বাধীনতা , তুমি আছোতো এখনও 

তেরঙ্গা সজ্জিত রাজপথে ,শহীদের বেদিতে 
রাজা -মহারাজার প্রগলভে ,ইতিহাস পাঠ্যে 

কচি -কাঁচাদের মিষ্টি মুখে ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...