স্বাধীনতা
তুমি কি পেরেছ ,বলি প্রদত্ত
বীর সন্ততির স্বপ্ন সাকার করতে?
দিয়েছেতো ঢের জীবন,
কিন্তু স্বর্গ যাত্রীর উপচে ভিড়ে, বৈতরণীতেই সলিল সমাধি !
এখনো তুমার পথে পথে ,ভিক্ষুকের ভিড়
ধর্মযোগীর লালসায় ,বিবস্র মা-ঝি
কর্মযোগীর রক্তে ,সিক্ত তুমার দেহ
ধর্ম-বর্ণের বেড়া জালে তুমি আবদ্ধ !
অদ্ভূত এক অন্ধকার , তুমার আকাশে
চন্দ্র সূর্য্যের আলোয়, কিছুই দেখা যায় না
মানুষ শঙ্কায় ঘুরপাঁক খাচ্ছে
এখন আলেয়ার আলোই ,একমাত্র ভরসা !
স্বাধীনতা , তুমি আছোতো এখনও
তেরঙ্গা সজ্জিত রাজপথে ,শহীদের বেদিতে
রাজা -মহারাজার প্রগলভে ,ইতিহাস পাঠ্যে
কচি -কাঁচাদের মিষ্টি মুখে ?
No comments:
Post a Comment