Saturday, September 21, 2019

সোমেন চক্রবর্তী

ইন্দ্রপ্রস্থ 

 

ওরা পাঁচ ভাই

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং সময়, 

একভাই ছুটতে জানে

বাকিদের সাথে তার মিল শুধু সীমাহীনতায় 



যারা এই সীমাহীনতায় লক্ষ্মণরেখা টেনেছে 

তারা সবাই এগিয়ে গেছে জতুগৃহের দিকে, 
সেখান থেকে বেঁচে ফিরলে সামনের মোড়েই কুরুক্ষেত্র 



ক্লান্ত যাযাবর তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে, 

ছেড়ে যায় সিগারেটের ধোঁয়া ও শুকনো পেটের সংগ্রাম 
সব গণ্ডি মাড়িয়ে শেষ সীমার দিকে এগিয়ে যায় যাযাবর,

পাঁচ-ভাই তাকে অনুসরণ করে ধর্মরূপী কুকুর ভেবে 


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...