Saturday, September 21, 2019

সামিন শুভ

মৃত্যু ছবি

মরণের মরণ পেতে
বৃদ্ধতার কিছু চায়না,
জীবনের বিষাদ যেন
মৃত্যু নামের আয়না।
নিজেকে হারায়ে শুধু 
মরণ ব্যাধি খুঁজি,
মরণ আমার খেলছে সাথে 
লুকোচুরি রোজি|

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...