Saturday, September 21, 2019

পরিতোষ সরকার

এক জোড়া ফড়িং

উপরে নীল আকাশ,
পাশে মাঝি পাল তুলে থেকে থেকে,
তুমি-আমি নৌকায় এক কোণে বসা।
এক হাত সাগরের জলে ডুবিয়ে
আর হাত রেখেছ আমার হাতে।
অগণিত কচুরিপানা
শরীরে উন্মাদের গন্ধ।
সাদা বক জলের নীচে কাটা খুঁজে
কিন্তু তোমার চোখ পড়ে
এক জোড়া ফড়িংয়ে।
তুমি হেসেছিলে।
কি দুঃসাহস জলের আধ ইঞ্চি উপরে
দুটি প্রাণ ভেসে বেড়ায় প্রেমের টানে।
মাঝে মাঝে মাঝির সুর
সামনে বিশাল ইমারত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...