Saturday, September 21, 2019

দুলাল চক্রবর্তী

নিজেরে হারায়ে খুঁজি

তোমার যৌবনের ওই ভরা গাঙে
ভাসিয়ে ছিলেম তরী,
দু'হাত ভরে লুটে নেবো
রূপ নগরের পরী।
দু'জনাতেগড়বো মোরা
সাধের খেলাঘর,
স্বপ্ন ভেঙে হলো খান খান
চিরতরে পর।

পূব আকাশের লাল আভাতে
রং যে নাহি লাগে,
সাধের সৌধ অরুন আলোয়
মলিন রক্ত রাগে।

ঝরে পড়া বকুলগুলি
অনাদরে রয়,
হারিয়ে গেছে আমার 'আমি'
নেইতো পরিচয়।
বর্ষা রাতের অন্ধকারে
হারিয়ে গেছে স্মৃতি,
মনে আমার ছিন্ন বীণার
রোদন ভরা গীতি।

হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে,
স্বজনহারা দিন,
মনের ভিতর আগুন জ্বলে
স্বপ্ন মলিন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...