Saturday, September 21, 2019

দেবব্রত চক্রবর্তী

তোমার আগমনে

আগমনির শাঁখ বাজবে 

বাজবে কাঁসর ডাক,
রং তুলিতে মা সাঁঝবে 
সাঁঝবে নতুন সাঁঝ।


গন্জে তোমার জীবন পুতুল
রঙ্গে তোমার কাঁদা,
হাসবে তোমার ভক্ত মাগো 
হাসবে ঠাকুর দাদা ।


কুঁড়িয়ে তুমি খাচ্ছো মাগো
বস্তা ভরা স্বপ্ন নিয়ে,
ছেড়া কাপড় পরে তুমি
হাটছো তোমার প্যন্ডেলে প্যন্ডেলে ।


দেখছো নাকি ত্রিনয়নে 
মূর্তি তোমার পুরছে আগুনে ,
ইচ্ছে হয়না হোক পুজো তোমার
ভবঘুরে আর পথিক সন্তানের।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...