আগমনী
মা আসছেন বছর পরে ,
সাজছে ভুবন আগমনীর সুরে ।
দুগ্গা মায়ের আগমনে,
খুশির জোয়ার সবার মনে।
ভুবন মাতার বোধনে, চারিধারে মিলন মেলা।
মাটির প্রতিমায় শক্তি খোঁজো,
জ্যান্ত মাতার মন কি কেউ বোঝো?
মা আছেন, প্রতিটি নারীর মাঝে
সারা বছর জুড়ে কল্যাণময়ীর সাজে,
তবে কেন নারীশক্তির আজ এত অবমাননা?
লক্ষ টাকার প্রতিমা গড়ে, দেশের মেয়েরে কর লাঞ্ছনা ।সোনার অলংকারে মাকে সাজিয়ে,
বোধনে পূর্বেই, ঘরের মেয়েকে দাও বিসর্জনে ভাসিয়ে।
ধর্ম কেবল মন্ত্রপাঠে নয়, ধর্ম হোক প্রতি নারীর সম্মানে,
বল দুগ্গা মাই কি জয়, ভুবন সাজুক মাতৃ
আবাহনে।
No comments:
Post a Comment