Saturday, September 21, 2019

স্বপ্না দেবনাথ

দোটানা


কেন জানিনা আজ নিজেকে এত একা লাগছে,

না পারছি ঘুমোতে, না পারছি বসে থাকতে।

মনের ভিতর কেমন জানি একটা দোটানা ভাব,

না পারছি ত্যাগ করতে, না পারছি গ্রহণ করতে।

ত্যাগ করতে চাইছি, মন বারণ করছে, 

গ্রহণ করতে চাইছি মন সায় দিচ্ছেনা।

কখনো মন বলে উঠে মা, বাবা, ভাই,

আবার পরক্ষণে বলে যারে ভালোবাসি সে ছাড়া অন্য কেউ নাই।

কী করবো ভেবে নাহি পাই,

তোকে ছাড়া অন্য কোথায় যাই!

যেই মনে তোরে এতদিন বেসেছি ভালো,

আজ সেই মনে কীভাবে তোরে বাসবো না ভালো?

তোকে নিয়ে ছিলো কত আশা, কত স্বপ্ন, কত ভালোবাসা,

আজ ছোট্ট কারণে মোর ঘরে তোর নেই কোনো বাসা।

আহারে মনে নেই তোকে, চোখে ঘুম নেই,

চারিদিকে শুধু বিষণ্ণতা।

জানিনা তোকে ছাড়া কীভাবে বাঁঁচবো?

এতদিন আদর দিয়ে কাছে ডেকে এনেছিল যারে,

আজ তাকে মনে দুঃখ ও আঘাত দিয়ে ঠেলে দিচ্ছি দূরে।

লোকনাথ আর শিবের চরণে বসে

বলছি যা করছি তোর ভালোর জন্য করছি।

তোকে ছাড়া বাঁচা এই কথা আসেনা মনে, মন না বোঝে,

বসে বসে ভাবি আমি এই রাতে,

কী করে যে থাকবো আমি কাল প্রভাতে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...