Monday, September 16, 2019

শাশ্বত চক্রবর্তী

কিছু ভালোবাসা


কিছু ভালোবাসা জমা থাক ডাইরির পাতায়।

কিছু ভালোবাসা জমা থাক মনের খাতায়।

কিছু ভালোবাসা জমা থাক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে।

কিছু ভালোবাসা জমা থাক হৃদয়ের পাশে।

কিছু ভালোবাসা জমা থাক বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য।

কিছু ভালোবাসা জমা থাক কষ্ট পাওয়ার জন্য।

কিছু ভালোবাসা জমা থাক প্রেম নিবেদন করার জন্য।

সব ভালোবাসার গল্পই একটার থেকে অন্যটা
অনন্য।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...