Saturday, September 21, 2019

সংগীতা শীল

অশিক্ষিতা মা



অশিক্ষিতা মা আমার

পড়াশোনা জানে না,
ভদ্র সমাজে ইংরেজিতে

কথা বলতে পারে না।    
স্কুলে যাবার আগে মা   
অনেক জ্ঞান দেয়,
ঝগড়া করলে কারো সাথে
হিসেব নিকেশ নেয়।

গুরুজনকে শ্রদ্ধা প্রণাম
ছোটোদের স্নেহ আদর,
মায়ের কাছে শেখা সব,
করতে গুনের কদর। 
অতিথি আসলে মা উচাটন মন,
অতিথি যেন নররূপে নারায়ণ।।
মা আবার অন্নপূর্ণা 
না খেয়েই সুখি,
কখনো দেখিনি মাকে
একটুকুও দুখি। 

অসুস্থ হলে পড়ে 
বাড়ি মাথায় করে,
ক্ষণে ক্ষণে মা যেন
নিজে নিজেই মরে।
মাঝে মাঝে মা কারিগর ভারী
জুতু থেকে জামা সেলাই সব যেন তারই।
প্রতিটি মা'ই সেরা শিক্ষক পৃথিবীর পড়ে
আমার এ শ্রদ্ধাঞ্জলি শিক্ষকদের তরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...