Saturday, September 21, 2019

দেবশ্রিতা চৌধুরী

এক


আরক্ত বেলায় তখন ঠাকুরঘরে মানা

ধূপের ধোঁয়া চন্দনে মিশে 

অগুরু জলে নিষিদ্ধ ডাকে ডাকলে

লুকিয়ে কতোবার যাওয়া হতো,

উৎকৃষ্ট ভোগ পাথরের থালায়

লোলুপ আহ্বানে গ্ৰহণ করে

ধন‍্য করো

সংখ্যা শুচিতা বাড়ায়

পাপবোধে সাজানো থালা অনুচ্ছিষ্ট থাকে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...