Saturday, September 21, 2019

দেবশ্রিতা চৌধুরী

এক


আরক্ত বেলায় তখন ঠাকুরঘরে মানা

ধূপের ধোঁয়া চন্দনে মিশে 

অগুরু জলে নিষিদ্ধ ডাকে ডাকলে

লুকিয়ে কতোবার যাওয়া হতো,

উৎকৃষ্ট ভোগ পাথরের থালায়

লোলুপ আহ্বানে গ্ৰহণ করে

ধন‍্য করো

সংখ্যা শুচিতা বাড়ায়

পাপবোধে সাজানো থালা অনুচ্ছিষ্ট থাকে।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...