এক
আরক্ত বেলায় তখন ঠাকুরঘরে মানা
ধূপের ধোঁয়া চন্দনে মিশে
অগুরু জলে নিষিদ্ধ ডাকে ডাকলে
লুকিয়ে কতোবার যাওয়া হতো,
উৎকৃষ্ট ভোগ পাথরের থালায়
লোলুপ আহ্বানে গ্ৰহণ করে
ধন্য করো
সংখ্যা শুচিতা বাড়ায়
পাপবোধে সাজানো থালা অনুচ্ছিষ্ট থাকে।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment