Saturday, September 21, 2019

সম্পাদকীয়

সবসময় সব সংখ্যা বিনোদনের হয়না।
মাতৃভাষা যখন আক্রান্ত হয়, মানুষ তখন কোন ভাষায় প্রতিবাদ করে! এই প্রশ্নটা আজও সমান প্রাসঙ্গিক। বাংলা ভাষার ইতিহাস এবং চলার পথ এখনও মসৃণ নয়, সেটা পৃথিবীর যে ক'টা বাঙালি জানে। ভারতীয় বাঙালিরা তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ।

এই সংখ্যায় আপনি প্রতিবাদ করার একটা বার্তা তো পাবেনই। মানসিকতা পরিবর্তন করার জন্য গবেষণামূলক প্রবন্ধও পাবেন। আমরা চেষ্টা করেছি সেভাবেই সাজানোর। প্রতিটি সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে যে মানুষগুলো নিরলসভাবে শ্রম দান করেন তাদের মধ্যে মডেলিং বিভাগের দুজনের নাম অন্যতম। সুমন এবং দ্বীপজ্যোতি স্বার্থহীনভাবে নিরিবিলি মনন স্রোতকে পরিচালনা করার ক্ষেত্রে শ্রমদান করছেন, তাদের মনন স্রোত পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটি সংখ্যার প্রতিটি ত্রুটির জন্য সম্পাদক দায়ী। সব দায় মাথা পেতে নিলাম। সবশেষে একটি ওয়েব ম্যাগাজিন হিসেবে মনন স্রোতকে তার সামাজিক দায়িত্ব পালনে সহযোগীতা করবেন এই আশা রাখছি।

জগতের সকলের মঙ্গল হোক।
জয় হিন্দ।

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...